আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনায় মাদক বিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় ঘাগুটিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
আজ মঙ্গলবার ১৫ মার্চ বিকাল ৪ ঘটিকায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় দিনের খলায় অংশ গ্রহন করেন ঘাগুটিয়া ইউনিয়ন বনাম জয়পুর ইউনিয়ন। উক্ত খেলায় ৪-০ গোলে জয়পুর ইউনিয়নকে হারিয়ে ঘাগুটিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
খেলায় ম্যাচ কমিশনার উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. ওয়াসিম এর
সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ওসি আবুল কায়েস আকন্দ, উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমীন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ঘাগুটিয়া ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি,জয়পুর ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাহিদ হাসান দাদন, ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শরিফ সরকার, বিশিষ্ট ফুটবলার মো. সাইদুল, সাংবাদিক আইয়ুব আলী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
উক্ত খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন মো. সফিকুল ইসলাম মুন্না, সহকারী রেফারী ছিলেন, সম্রাট ও ওমর ফারুক । খেলার ধারা বর্ননায় ছিলেন সাংবাদিক কবি দেলোয়ার।