আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনায় ‘হাড়ির খোজঁ বাড়ির ব্যবস্থাপনায় প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক ও দৈনিক যায়যায় দিন পত্রিকার হোমনা প্রতিনিধি সোনিয়া আফরিনের পিতা মরহুম আনু মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় অসহায় ও ভিক্ষুকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ জানুয়ারী) বাদ জুমআ মানবিক সংগঠন হাঁড়ির খোঁজে বাড়ির ব্যবস্থানায় উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে ৮৫ জন গরীব অসহায় ও ভিক্ষুকদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার ,হাড়িঁর খোঁজে বাড়ির পরিচালক ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুছ সালাম ভূঁইয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, হোমনা প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, উপজেলা প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম, হোমনা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক কবি দেলোয়ার সাংবাদিক সোনিয়া আফরিন, তার বোন ফারজানা অফরিন উপস্থিত ছিলেন।
পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
হোমনায় পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ
২০২২-০১-১৪