আইয়ব আলী,হোমনা
কুমিল্লার হোমনায়ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজন রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, হোমনা থানার ওসি (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল,বীর মুক্তিযোদ্ধা মো.মোশাররফ হোসেন ও মো. হুমায়ুন কবির,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন ও হোমনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী ও শিক্ষার্থী মাফরুহা মমতাজ মোহনা প্রমুখ।