বিশেষ প্রতিনিধি ঃ
কুমিল্লার হোমনায় খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের মিলাদ মাহফিল,ও বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মিলাদ মাহফিলও আলোচনা সভাশেষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সিনিয়ার শিক্ষক মমিনুল ইসলাম মমিন এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক জেলা পরিষদের সদস্য খন্দকার মহিউদ্দিন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন,
অভিভাবক সদস্য মো. জাকির হোসেন, দেলোয়ার হোসেন ফারুক ও শাহনাজ আক্তার স্বপ্না, সহকারী শিক্ষক শামীমা নাসরিন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, পরীক্ষার্থী সাইদা ইসলাম তাসনিয়া ও শিক্ষার্থী সাদিয়া জাহান প্রমুখ। পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন পল্লী বিদ্যুৎ মসজিদের পেশ ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম ও উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আব্দুল কুদ্দুস। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সামসুল হক।