দর্পণ ডেস্ক নিউজঃ
কুমিল্লা প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট (পিটিআই) ১ম ও ২য় শিফটের ১২ টি করে ২৪টি অনুষদের মোট ১৬৮ জন নেতৃবৃন্দের অভিষেক ও শপথ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বিকালে পিটিআই মিলনায়তনে সুপার সনজিদ কুমার সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম।
ইন্সট্রাক্টর গোলাম হাক্কানি এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,সহকারী সুপার মোঃ কামরুজ্জামান, সহকারী ইন্সট্রাক্টর মো. মফিজুল ইসলাম খান,মোঃ সফিকুল ইসলাম প্রমুখ। পরে কুমিল্লা পিটিআই এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবদুস সালাম ভূইয়ার উপস্থাপনায় অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুমিল্লার পিটিআই এ বিভিন্ন অনুষদের অভিষেক ও শপথ অনুষ্ঠিত।
2022-02-28